অনেক ক্ষেত্রেই জমিতে সরাসরি বীজ লাগিয়ে চারা উৎপাদন করা যায় না। আবার অনেক বীজ’কে আলাদাভাবে অঙ্কুরোদগম করে তারপর চারা নির্দষ্টি জায়গায় রোপন করতে হয়। বিশেষ প্রক্রিয়ায় চারা উৎপাদনের জন্য অবশ্যই প্রয়োজন হয় সিডলিং ট্রে’র (Seedling Tray)। আমাদের প্লাস্টিকের সিডলিং ট্রে গুলো উন্নতমানের এবং বিভিন্ন হোলের হয়ে থাকে। সিডিলিং ট্রে’তে চারা উৎপাদন করলে চারার শিকড় অক্ষত থাকে এবং রোপন করার পর খুব দ্রুত বাড়তে শুরু করে। এই সিডলিং ট্রে গুলো বহুবার ব্যবহার করা যায়।