• হালাল এগ্রো ফার্ম কি?

    এটি একটি এগ্রি টেক প্রতিষ্ঠান যার মাধ্যমে সবাই ঘরে বসেই এগ্রি পন্য ক্র‍য় করতে পারবে।

  • হালাল এগ্রো পার্টনার প্রোগ্রাম কি?

    হালাল এগ্রো পার্টনার প্রোগ্রাম হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে যে কেউ নিজ ব্যবসা শুরু করতে পারবে বিনা অর্থ ইনভেস্ট করে।এর মাধ্যমে নিজেই ঘরে বসে হালাল এগ্রো ফার্ম এর সাথে ব্যবসা করতে পারবেন।

  • হালাল এগ্রো পার্টনার প্রোগ্রাম এর সাথে কিভাবে যুক্ত হবো?

    হালাল এগ্রো পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হতে হলে হালাল এগ্রো ফার্ম এর মোবাইল এপ এ প্রবেশ করে রেজিস্ট্রার অপশনে যেয়ে আপনার তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে।

  • হালাল এগ্রো পার্টনার প্রোগ্রাম এর উদ্দেশ্য কি?

    হালাল এগ্রো ফার্ম যেহেতু এগ্রি টেক প্রতিষ্ঠান তাই আমরা কৃষির আধুনিকায়ন নিয়ে কাজ করছি।আমরা চাই কৃষির উন্নতির পাশাপাশি বেকারত্ব লাঘব হোক।হালাল এগ্রো ফার্ম এর সাথে যুক্ত হলে যে কেউ তার নিজ জেলায় থেকেই উপার্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বেকারত্ব একটি অভিশাপ। হালাল এগ্রো পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হয়ে বেকারত্ব লাঘব করুন এবং নিজে সাবলম্বি হোন।

  • হালাল এগ্রো পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হওয়ার সুবিধা কি?

    ১.হালাল এগ্রো পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হলে আপনি নিজেই বিনা পুজিতে উদ্দ্যক্তা হতে পারবেন।

    ২. কোন পুজি বা অর্থ ছাড়াই আপনার নিজের ব্যবসা শুরু করতে পারবেন।

    ৩.ছাত্র অথবা যারা বেকার যুবক রয়েছেন তাদের কর্মসংস্থান এর সুযোগ হবে।

    ৪.ক্রৃষি বিষয়ে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।

    ৫.এখানে র্নির্দিষ্ট কোনো সময় বাধা নেই আপনার সুবিধা মতো সময়েই কাজ করতে পারবেন।

    ৬.বেকারত্ব দূর হবে

  • হালাল এগ্রো পার্টনার প্রোগ্রাম এ যুক্ত হওয়ার পর করনীয় কি?

    ১. আপনি আপনার নিজ এলাকায় থেকে আপনার এলাকায় যারা কৃষি পন্য বিক্রি করে সেইসব দোকান থেকে অথবা আপনার আশেপাশের কৃষক অথবা যারা ছাদ কৃষির সাথে জড়িত এবং যারা কৃষি পন্য ক্রয় করে তাদের থেকে অর্ডার সংগ্রহ করে আমাদের মোবাইল এপ এর মাধ্যমে আপনি অর্ডার প্রদান করবেন।

    ২.হালাল এগ্রো ফার্ম আপনার অর্ডার করা পন্য আপনার দেওয়া ঠিকানায় ২-৩ দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিবে।

    ৩. আপনি যত টাকার অর্ডার করবেন সেখান থেকে ১০% লাভ আপনাকে দেওয়া হবে।আপনি যদি ১০০০ টাকার অর্ডার করেন সেইখান থেকে আপনাকে ১০০ টাকা লভ্যাংশ প্রদান করা হবে।আপনি যত টাকার অর্ডার করবেন আপনার লভ্যাংশের পরিমান তত বৃদ্ধি পাবে।

1 of 6