পরিচিতিঃ
বায়ো-নেমাসিস হল অণুজীব প্যাসিলোমাইসিস লিলাসিনাস নামক উপকারী ছত্রাক সমৃদ্ধ জৈব বালাইনাশক, যা সকল ধরনের নেমাটোড দমনে অত্যন্ত কার্যকরী। গাছের কৃমি বা নেমাটোড দমনে অত্যন্ত কার্যকরী।
কার্যপদ্ধতিঃ
প্যাসিলোমাইসিস লিলাসিনাস যখন সংস্পর্শে আসে তখন ফাঙ্গাল হাইফি সিস্টকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে। পরবর্তীতে হাইফিগুলোও মোটা হতে থাকে। নেমাটোডের শরীর এর বাইরের কাইটিন এবং প্যাসিলোমাইসিস লিলাসিনাস ফাঙ্গাস এর রাসায়নিক ক্রিয়া এর প্রভাবে নেমাটোডের সিস্ট আবরণ ক্ষয়প্রাপ্ত হয় এবং এই ফাঙ্গাস নেমাটোড এবং সিস্ট ভেদ করে ভিতরে ঢুকে পড়ে এবং মেরেফেলে।
মিশ্রণযোগ্যতাঃ কীটনাশকের সাথে মিশ্রণযোগ্য।
ব্যবহার বিধিঃ
৩ কেজি বায়ো নেমাসিস জৈব সারের সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। প্রয়োগের পর হালকা সেচ দিতে হবে।
ক্ষতির প্রকৃতিঃ
- নেমাটোড আক্রান্ত ধানের চারা
- নেমাটোড আক্রান্ত বেগুন গাছের শিকড়
- নেমাটোড আক্রান্ত টমেটো গাছ
- নেমাটোড আক্রান্ত পুঁইশাকের শিকড়
- নেমাটোড আক্রান্ত তামাক গাছের শিকড়
- নেমাটোড আক্রান্ত টমেটো গাছের শিকড়