হলুদ আঠালোফাঁদঃ
সাদা মাছি, পাখাযুক্ত জাব পোকা, জেসিড,লিফ হপার, পাতা সুড়ঙ্গকারী পোকা (লিফ মাইনার) দমনে এটি কার্যকরী।
আঠালো ফাঁদ প্রয়োগের মাত্রাঃ
- জমিতে ১০ মিটার দূরে দূরে এটি স্থাপন করতে হবে।
- বিঘা প্রতি (৩৩ শতাংশ) ১০ টি হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে।
- আঠালো ফাঁদ মাঠে স্থাপনের পর প্রায় দুই মাস পর্যন্ত কার্যকরী থাকবে।
ব্যবহারে সাবধানতা:
- শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
- ব্যবহারের পর ফাঁদগুলো যেখানে সেখানে না ফেলে সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে।