পরিচিতিঃ
ধানের মাজরা পোকা দমনের ফেরোমন টোপ।
ক্ষতির প্রকৃতিঃ
- মাজরা পোকার কীড়া
- সাদা শীষ
- ফাঁদে মরা মাজরা পোকা
পোকার আক্রমণের সময়:
চারা রোপনের ১০-১৫ দিনে প্রথমবার এবং শীষ বের হবার সময় অর্থাৎ চারা লাগানোর ৪০-৪৫ দিনের মধ্যে দ্বিতীয়বার।
ফেরোমন মাঠে স্থাপনের সময়:
চারা লাগানোর ১০-১২ দিনের মধ্যে জমিতেফাঁদ স্থাপন করতে হবে।
প্রয়োগ মাত্রা:
- জমিতে প্রতি ৪০ হাত দূরে দূরে বর্গাকারে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে।
- পানি পরিবর্তনের সুবিধার্থে ফাঁদ আইলের ধারে স্থাপন করা উত্তম।
- প্রতি ৫ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ ব্যবহার করতে হবে।
- মৌসুমে একবারই টোপ ব্যবহার করতে হবে।
সংরক্ষণ:
ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।